ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

আরপিও সংশোধন নিয়ে কাল ইসি’র বৈঠক   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২৫ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:৩০, ২৫ আগস্ট ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতেই এবারের আরপিও সংস্কার করতে যাচ্ছে ইসি।   

আগামীকাল এ নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২-এর সংশোধনীর বিষয়টি বৈঠকের প্রধান আলোচ্যসূচি হিসেবে রাখা হয়েছে। একাদশ সংসদ নির্বাচনের আগে ইভিএম ব্যবহার, অনলাইন মনোনয়নপত্র জমা, জামানত বাড়ানো, স্বতন্ত্র প্রার্থিতাসহ অন্তত ৩৫টি প্রস্তাব নিয়ে বসছে ইসি।

এ বিষয়ে ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম বলেন, “কমিশন বৈঠকে দুটি প্রধান এজেন্ডা রয়েছে। এর মধ্যে প্রথমটি গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর সংশোধন। অন্যটি হচ্ছে এ বছর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফেমবোসা সম্মেলনের প্রস্তুতি নিয়ে।”

গত বছর জুলাইয়ে অংশীজনের সঙ্গে সংলাপ করে পাওয়া প্রস্তাবগুলো নিয়ে এতদিন বসে থাকার পর একাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে ফের তোড়জোড় শুরু হল।  

নির্বাচন কমিশনার কবিতা খানম গত সপ্তাহে বলেছিলেন, “আরপিও সংশোধন নিয়ে দুটি কমিশন বৈঠকও হয়েছে। সেখানে কিছু সংশোধন বা আরও কিছু প্রস্তাবনা এসেছে। এখন এটি কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সংসদ নির্বাচনের জন্য কমিশনের ‘মোটামুটি’ প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, “ইভিএম ব্যবহারের জন্য সক্ষমতা লাগবে, আস্থার ব্যাপার আছে। প্রশিক্ষিত লোকবল লাগবে। আরপিওতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিলে সেভাবে এগুব।”  

এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি